বাংলাদেশ স্বাধীনতা দিবস - Bangladesh Day 2016

বাংলাদেশ স্বাধীনতা দিবস - Bangladesh Independence Day 2016. The Independence Day of Bangladesh (Bengali: স্বাধীনতা দিবস Shadhinôta Dibôs), also referred to as 26 March, is a national holiday. It commemorates the country's declaration of independence from Pakistan in the late hours of 25 March 1971 by the "Father of the Nation" Bongobondhu Sheikh Mujibur Rahman before he was arrested by Pakistaniforces.

বাংলাদেশের স্বাধীনতা দিবস যা ২৬শে মার্চহিসেবেও পরিচিত। ১৯৭২ সালের ২২ জানুয়ারিপ্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।১৯৭১ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। এই দিনে জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ডাক দেন। বিভিন্ন বই-পুস্তকে এই তথ্য থাকলেও এই তথ্যের ব্যাপারে মতবিরোধও দেখা যায়।
Related Posts Plugin for WordPress, Blogger...